Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক পরিচিতি

 

সিলেট জেলার ভৌগলিক প্রোফাইল

ভৌগলিক  অবস্থানঃ ২৪০ ৩৬’-২৫১১’ উত্তর অক্ষাংশ হতে ৯১০ ৩৮’-৯২৩০’ পূর্ব দ্রাঘিমাংশ।

আয়তন ৩,৪৯০.৪০ বর্গ কিমি বা ১৩৪৭.৬৫ বর্গ মাইল।

উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।

বার্ষিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ সেঃ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ সেঃ।

বার্ষিক মোট বৃষ্টিপাত ৩৩৩৪ মিঃ মিঃ।

সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী সুরমা (৩৫০ কিঃ মিঃ), অপর বৃহৎ নদী হলো কুশিয়ারা। এ জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওর-বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া বিল (১২.৬৫ বর্গ কিমি), চাতলা বিল (১১.৮৬ বর্গ কিমি) উল্লেখযোগ্য।

সিলেটে সর্বমোট রিজার্ভ ফরেষ্ট ২৩৬.৪২ বর্গ কিমি। জেলার উওর-পূর্ব কোণে ভারতের খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়ের অংশ বিশেষ বিদ্যমান।

সিলেটে বেশ কিছু ছোট ছোট পাহাড় ও টিলা রয়েছে, যার মধ্যে জৈন্তাপুর টিলা (৫৪ মিটার), শারি টিলা (৯২ মি), লালাখাল টিলা (১৩৫ মি), ঢাকা দক্ষিণের টিলা শ্রেনী (৭৭.৭ মি) উল্লেখযোগ্য।

ছবি

bd/page/2b13b16b_0757_11e7_a6c5_286ed488c766/e3d5e54feb3d71efd5d1e937bb4a02d1