একবিংশ শতকে তথ্য প্রযুক্তির উন্নয়ন দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে। সুশাসনের নিশ্চিন্ত পরশ, সরকার পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্তচিকরণ, কর্মের ক্ষেত্রকে সচ্ছতায় ঘিরে রাখার পরিবেশ সৃষ্টিতে এ সরকারের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে । তাই বিশ্বের সাথে উন্নয়নের মহাসড়কে সমান গতিতে চলার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার । ইন্টারনেট সমগ্র পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে । সরকার দেশ এর সকল কর্মকাণ্ডকে একই নেটওয়ার্ক এর আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করেছে । সরকারের সকল কার্যক্রমকে যখন কম্পিউটার ভিত্তিক বা ডিজিটাল নেটওয়ার্ক এর আওতায় নিয়ে আসা হবে তখন তথ্য আদান প্রদান এর প্রত্যেক ক্ষেত্র সকল নাগরিকের জন্য উম্মুক্ত হয়ে যাবে। উন্নয়ন এর দিকসমূহ তখন যেমন চিহ্নিত করা অতি সহজ হবে, তেমনি উন্নয়ন এর বাধা সমূহ ,উন্নয়ন পদক্ষেপ গ্রহনের ভুল ত্রূটি সমূহ অতি সহজে ও দ্রুততার সাথে চিহ্নিত করে মোকাবেলা করা যাবে । এই কাংক্ষিত উন্নয়ন কর্মযজ্ঞে সিলেট জেলা পরিষদ সানন্দে অংশগ্রহণ করছে। সিলেট জেলা পরিষদ এর নিজস্ব ওয়েবসাইট (http://www.zpsylhet.gov.bd) সেই লক্ষে নির্মাণ হয়েছে । এই ওয়েবসাইট এর মাধ্যমে সিলেট জেলা পরিষদ সম্পর্কে সমগ্র বাংলাদেশ যেমন জানতে পারবে তেমনি সারা বিশ্বের সকল মানুষ জানতে পারবে । এর ব্যাপক প্রচারের এবং সেবা প্রদানের মাধ্যমে সিলেট জেলা পরিষদ দেশ মাতৃকার উন্নয়ন সাধনে সুদূর প্রসারি ভূমিকা রাখবে মর্মে আমার দৃঢ় বিশ্বাস । দেশ ও জাতির সার্বিক কল্যান ও উন্নয়ন আমাদের একান্ত কাম্য।
সন্দ্বীপ কুমার সিংহ
প্রধান নির্বাহী কর্মকর্তা
জেলা পরিষদ, সিলেট
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস